ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কে গাড়িবোমা হামলায় দুই পুলিশ নিহত

প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৪ মার্চ ২০১৬

তুরস্কে গাড়িবোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৫ জন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টায় সিরিয়া সীমান্তের কাছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারদিন প্রদেশের নুসাইবিন শহরে কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যরা ওই হামলা চালিয়েছে।

তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠীই ওই হামলার দায় স্বীকার করেনি।  

তুরস্কের সর্বত্র সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত মাসে আঙ্কারায় সেনাবাহিনীর গাড়িবহরে বোমা হামলা চালানো হয়েছিল। ওই হামলায় ২৯ জন নিহত হয়।

ওই হামলা সম্পর্কে কর্তৃপক্ষ জানিয়েছিল, পিকেকের সহযোগিতায় ওই হামলা চালিয়েছে সিরিয়ার উয়াইপিজি কুর্দিশরা।

টিটিএন/এমএস