ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জম্মু-কাশ্মীরে ৩০ ফুট সুরঙ্গ

প্রকাশিত: ১০:০১ এএম, ০৪ মার্চ ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীর সীমান্তে ৩০ ফুট দীর্ঘ একটি সুরঙ্গের সন্ধান পাওয়া গেছে। সুরঙ্গটি ১০ ফুট গভীর। বৃহস্পতিবার সীমান্তের কাছে ঝোপ-ঝাড় পরিস্কারের সময় সৈন্যদের চোখে পড়ে সুরঙ্গটি। বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ শুক্রবার জানিয়েছে, ওই সুরঙ্গটি বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলার জন্য খনন করা হয়েছে।  

বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তা রাকেশ শর্মা জানান, ভবিষ্যতে এই সুরঙ্গ ব্যবহার করে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছে। এটি আরএস পুরা সেক্টরের কাছে খনন করা হয়েছে। এ ব্যাপারে তদন্তের জন্য পাকিস্তানের সহায়তা চাওয়া হয়েছে। পাকিস্তান এগিয়ে আসার এবং যথাযথ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, সুরঙ্গটি পাকিস্তান থেকে খনন করা হয়েছে। সেখান থেকে অস্ত্র এবং সন্ত্রাসীরা জম্মুতে প্রবেশের পরিকল্পনা করছিল। তবে সুরঙ্গটি পুরোপুরি খনন করা হয়নি। এর কিছু কাজ এখনও বাকি আছে।  

টিটিএন/এমএস