ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা আটক
দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে আটক করেছে দেশটির পুলিশ। শুক্রবার তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
২০১১ সালে ক্ষমতা ছাড়েন লুলা। পেট্রোবাসে কোনও দুর্নীতি বা অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে পুলিশ তার দুর্নীতির প্রমাণ আছে বলেই দাবি করেছে এবং অবৈধ অর্থ ক্ষমতাসীন দল ওয়ার্কাস পার্টির বিভিন্ন কাজে ব্যয় হয়েছে বলে জানিয়েছে।
পুলিশ জানায়, লুলার বিরুদ্ধে তাদের কাছে ৩৩টি তল্লাশি পরোয়ানা এবং ১১টি আটক পরোয়ানা রয়েছে। অপরাশেন কারওয়াস নামে দীর্ঘদিন ধরে চলা এই অভিযানে পেট্রোবাস এর সঙ্গে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে লুলার বাড়িতে অভিযান চালানো হয়।
এক বিবৃতির মাধ্যমে পুলিশ জানায়, সাবেক প্রেসিডেন্ট লুলাই আসলে পেট্রোবাসের দুর্নীতির মূল হোতা। কারণ তার নির্দেশেই সব হয়েছিল।
দীর্ঘদিন ধরে চলা এই মামলার তদন্তে এখন পর্যন্ত ১২ জনের মতো নির্বাহী কর্মকতা ও রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে। যাদের বিরুদ্ধে পেট্রোব্রাসের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
জেএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার আগ মুহূর্তে আটক হলেন ভারতীয় বংশোদ্ভূত নারী
- ২ ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প
- ৩ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়লো ৫৮ লাখ নাম
- ৪ বাংলাদেশি প্রতিনিধি দলের উপস্থিতিতে কলকাতায় ৫৪তম বিজয় দিবস উদযাপিত
- ৫ ঝড়ো বাতাসে ভেঙে পড়লো স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা