পাকিস্তানের কাছে জঙ্গি বিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানের কাছে ৮টি জঙ্গি বিমান এফ-১৬ বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এবিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করেছে দেশটি। দু’দেশের মধ্যে বিমান ক্রয়-বিক্রয় সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করতে আরো বড় একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এই চুক্তি মার্কিন পররাষ্ট্রনীতি এবং দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা কৌশলকে আরো উন্নত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তানের রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানী বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং কংগ্রেসের সদস্যদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আশা করছি দু’দেশের মধ্যে যুদ্ধবিমান এফ-১৬ ক্রয়-বিক্রয়ের চুক্তি আমাদেরকে সন্ত্রাস এবং চরমপন্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আরো বেশি কার্যকরী ভূমিকা পালন করতে সাহায্য করবে।
তবে ভারত এবং বেশ কয়েকজন মার্কিন বিধানকর্তা যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মধ্যকার জঙ্গি বিমান ক্রয়-বিক্রয়ের চুক্তির বিষয়টি নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবী এই চুক্তি জঙ্গি গোষ্ঠীগুলোকে সাহায্য করবে। এতে করে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নষ্ট হবে। তাছাড়া এই যুদ্ধবিমানগুলো পাকিস্তান ভারতের বিরুদ্ধেই ব্যবহার করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ভারত। সূত্র: ডন
টিটিএন/এমএস