ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

২০২০ সালে চীনের জনসংখ্যা হবে ১৪২ কোটি

প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৬ মার্চ ২০১৬

২০২০ সালে চীনের জনসংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি বেড়ে ১শ ৪২ কোটিতে পৌঁছাবে। শনিবার চীনের পাঁচ বছর মেয়াদি এক পরিকল্পনায় এ তথ্য জানানো হয়েছে।

দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে পাঁচ বছর মেয়াদি একটি খসড়া পরিকল্পনা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, ২০২০ সাল নাগাদ চীনের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ১শ’ ৪২ কোটিতে দাঁড়াতে পারে।

২০১১ সালে এই সংখ্যা অনেক কম ছিল। সেসময় এক সন্তান নীতি কঠোরভাবে মেনে চলতে হতো। এরফলে গত বছর চীনের জনসংখ্যা ১শ’ ৩৯ কোটির মধ্যে ধরে রাখা সম্ভব হয়েছিল।

তবে পরিবার পরিকল্পনার বিভিন্ন আইন দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বড় অবদান রাখলেও এগুলো প্রায় ক্ষেত্রেই কঠোরভাবে মেনে চলায় কর্মশক্তি হ্রাস পায় এবং নারী-পুরুষের মধ্যে ব্যবধান অনেক বেড়ে যায় বলে দাবী অনেকের।

এরফলে গত পাঁচ বছরের তুলনায় আগামী পাঁচ বছর উল্লেখযোগ্য হারে চীনের জনসংখ্যা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে গত পাঁচ বছরে তিন কোটি ৩০ লাখ জনসংখ্যা বৃদ্ধি পেলেও আগামী পাঁচ বছরে সাড়ে চার কোটি জনসংখ্যা বৃদ্ধি পাবে এমনটাই জানিয়েছেন বিশ্লেষকরা।

টিটিএন/এবিএস