ইরাক ও সিরিয়ায় এক হাজার বেসামরিক নিহত
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন হামলায় প্রায় ১ হাজার বেসামরিক প্রাণ হারিয়েছে। আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে পশ্চিমা দেশগুলো। তাদের এসব হামলায় জঙ্গিদের পাশাপাশি বহু বেসামরিক প্রাণ হারিয়েছে। আইএসের বিরুদ্ধে জোটের বিমান হামলায় এ পর্যন্ত ৯শ ৬৭ ইরাকি এবং সিরীয় বেসামরিক নিহত হয়েছে। ইরাকে ৫শ ৯১ এবং সিরিয়ায় ৩৬ বার বিমান হামলা চালিয়েছে ব্রিটেন।
অপরদিকে রুশ বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ২ হাজার ৯শ বেসামরিক নিহত হয়েছে। আইএসের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে পশ্চিমা বাহিনীগুলো বেসামরিক এলাকাতেও হামলা চালাচ্ছে। এসব হামলায় নারী, শিশুসহ বহু বেসামরিক প্রাণ হারিয়েছে। তবে পশ্চিমাদের দাবী তারা কোনো বেসামরিক এলাকায় হামলা চালায় নি। তাদের লক্ষ্য ইসলামিক স্টেটসহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলো। আর তারা জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালাচ্ছে।
টিটিএন/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ লাওসে ১৪০ পর্যটক নিয়ে ফেরি দুর্ঘটনায় প্রাণহানি, নিখোঁজ অনেকে
- ২ ইরানে বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র মহড়া, মধ্যপ্রাচ্যে উত্তেজনা
- ৩ ভিসাসেবা বন্ধের জটিলতায় বিপাকে বিশ্বভারতীর বাংলাদেশি শিক্ষার্থীরা
- ৪ যুক্তরাজ্যে মানবপাচারের অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেফতার
- ৫ আশ্রয়প্রার্থীদের মামলা শুনানি ছাড়াই বাতিল করতে চায় যুক্তরাষ্ট্র