সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ এপ্রিল ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
সৌদিতে ঈদ হতে পারে ২২ এপ্রিল
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখার তেমন কোনো সম্ভাবনা নেই। ফলে, এ বছর ৩০ রোজা পূরণ করেই শেষ হতে পারে রমজান মাস। সেটি হলে এসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২২ এপ্রিল)। সোমবার (১৮ এপ্রিল) ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টারের (আইএসি) বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট।
কাতারে ঈদের ছুটি ১১ দিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ১১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটিতে এই ছুটি শুরু হবে ১৯ এপ্রিল। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মীরা ৩০ এপ্রিল কর্মস্থালে ফিরবে।
সুদানে সেনা-মিলিশিয়া লড়াই অব্যাহত, নিহত ৯৭
সুদানে সেনাবাহিনী এবং একটি আধা-সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াই দেশটিকে অস্থিতিশীল করে তুলেছে। রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে দুই বাহিনীর মধ্যে লড়াই চলছে। এতে এখন পর্যন্ত প্রায় ১০০ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
মহারাষ্ট্রে অমিত শাহের অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু
তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো অন্তত ১১ জনের। ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। জানা গেছে, রোববার (১৬ এপ্রিল) ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু মানুষ। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রচণ্ড রোদে খোলা আকাশের নিচে বসেছিলেন দর্শকরা। হিটস্ট্রোকে ওই ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় শহরের তকমা হারালো সিডনি
জনসংখ্যার পরিসংখ্যানে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় শহরের তকমা এতদিন ছিল সিডনির ওপর। কিন্তু সীমানা নতুন করে নির্ধারণের পর সে অবস্থান হারালো শহরটি। এক্ষেত্রে এক নম্বরে উঠে এসেছে মেলবোর্ন। একশ বছরেরও বেশি সময় পর দেশটির পরিসংখ্যানে এমন পরবির্তন সামনে এলো।
তাপপ্রবাহে পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
পশ্চিমবঙ্গজুড়ে চলছে তাপপ্রবাহ। এই তীব্র গরমে শিক্ষার্থীদের যাতে কষ্ট না হয়, সেজন্য বড় সিধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। জানা গেছে, রাজ্যটির সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, পূর্বাভাস অনুযায়ী গরমের তীব্রতা আরও বাড়বে। তাই সোমবার থেকে শনিবার পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করতে বলা হয়েছে।
কলকাতা নিউমার্কেটে ঈদের বেচাকেনায় ভাটা
কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে চলছে তীব্র দাবদাহ। গরমে ঘরের বাইরে পা ফেলা দায়। তাই জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। আর তার প্রভাব পড়েছে ঈদবাজারেও। অন্যবার ঈদের আগে বাংলাদেশি পর্যটকে মুখর থাকে যে কলকাতা নিউমার্কেট, সেখানেও এখন লোকসমাগম কম।
মঙ্গলবার ভারতের বিভিন্ন অংশে বৃষ্টির পূর্বাভাস
ভারতের পূর্বাঞ্চলে কয়েকদিন ধরেই চলছে প্রচণ্ড দাবদাহ। এই পরিস্থিতি আরও অন্তত চারদিন থাকবে। তবে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে শিগগির বৃষ্টিপাতের হাত ধরে কমে আসবে গরম। ফলে স্বস্তি পাবেন এসব এলাকার বাসিন্দারা। সোমবার (১৭ এপ্রিল) ভারতীয় আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
তাইওয়ান প্রণালি পাড়ি দিলো মার্কিন যুদ্ধজাহাজ
চীনের নজিরবিহীন সামরিক মহড়ার পর তাইওয়ান প্রণালি পাড়ি দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। তবে এই ঘটনাকে নিয়মিত ট্রানজিট বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
মস্কোয় পুতিন-চীনা প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক
মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করেছেন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই দেশ দুইটির মধ্যে সম্পর্ক জোরালো হচ্ছে। এর প্রধান কারণ মস্কো ও বেইজিং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রভাব কমাতে চায়।
কেএএ/এমএস