ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

সুদান থেকে কূটনীতিকদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র, আটকা পড়েছেন ব্রিটিশ নাগরিকরা
সুদানের রাজধানী খার্তুম থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের খার্তুম থেকে সরিয়ে নেওয়ার জন্য অভিযান পরিচালনা করেছে। তবে ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। এমনকি কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে সেটিও নিশ্চিত নয়।

সুন্দরবনে মধু সংগ্রহ: ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার ৫ বাংলাদেশি
অবৈধভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়ার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্ৰেফতার করেছে পশ্চিমবঙ্গের বন দপ্তর। পরে তাদের সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গত ২১ এপ্রিল সুন্দরবন এলাকার জলসীমায় পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর নজরদারি চালানোর সময় দেখে, একটি নৌকায় করে পাঁচজন লোক দ্রুত বাংলাদেশের দিকে পালিয়ে যাচ্ছেন। এসময় স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করেন সুন্দরবনের বন দপ্তরের রেঞ্জ কর্মকর্তারা।

খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিং আত্মসমর্পণের পর গ্রেফতার
খালিস্তানপন্থি ‘ওয়ারিশ পাঞ্জাব দে’ আন্দোলনের নেতা অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পরে পাঞ্জাব রাজ্যর মোগা জেলা পুলিশ তাকে গ্রেফতার দেখায়। চলতি বছরের ১৮ মার্চ থেকে তিনি পলাতক ছিলেন। অমৃতপাল সিংয়ের খোঁজে এক মাসের বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে যাচ্ছিল পাঞ্জাব পুলিশ।

দু’বার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া
শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার কেপুলাওয়ান বাতুতে। স্থানীয় সময় রোববার (২৩ এপ্রিল) সকালে প্রায় ৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে বলে জানায় ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। এর কিছু সময় পর ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ইসরায়েলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
বিচারব্যবস্থা সংস্কারের প্রতিবাদে ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাজপথে নেমেছে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টোর ডানপন্থি সরকার ও দেশের বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে শনিবার (২২ এপ্রিল) বিপুল সংখ্যক ইসরায়েলি নাগরিক আবারও বিক্ষোভে নামে।

সাবান কারখানায় তেলের ট্যাংকারে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
ঈদের দিন কলকাতার তিলজলায় সাবান কারখানায় ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা। কারখানার তেলের ট্যাংকারে পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

উত্তর সাগরে রাশিয়ার ‘ছদ্মবেশী’ জাহাজ, সতর্ক পশ্চিমারা
উত্তর সাগরে বায়ুবিদ্যুৎ প্রকল্প ও সাবমেরিন কেবল স্থাপনের নাম করে পরিকল্পিতভাবে নাশকতা চালানোর কর্মসূচি হাতে নিয়েছে রাশিয়া। যা সরাসরি মস্কো থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সম্প্রতি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের এক যৌথ অনুসন্ধানের ভিত্তিতে সম্প্রতি এমনই অভিযোগ তুলেছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড।

বিক্রি হবে নির্জন দ্বীপ, দাম দুই কোটি টাকা
শহরের ভিড় থেকে পালিয়ে নির্জন কোনো দ্বীপে গিয়ে থাকতে কখনো কি ইচ্ছা হয়েছে? যদি হয়, তাহলে আপনার জন্য সুখবর। মাত্র (!) দুই কোটি টাকায় বিক্রি হবে লোকালয় থেকে দূরে, অগভীর সাগরের মধ্যে ছোট্ট একটি দ্বীপ। সেখানে এখনো কোনো ঘরবাড়ি-অবকাঠামো তৈরি হয়নি। অর্থাৎ, সম্পূর্ণ নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আস্ত একটা ভূখণ্ডকে। সিএনএনের খবর জানা যায়, দ্বীপটির অবস্থান স্কটল্যান্ডের দক্ষিণ উপকূলে। নাম বারলোকো।

কেএএ/এমএস