ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লিফটে এক মাস আটকা থেকে নারীর মৃত্যু

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৭ মার্চ ২০১৬

চীনে লিফটের মধ্যে এক মাস আটকা থেকে এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর প্রচার হওয়ার পর এ নিয়ে তুমুল হৈচৈ শুরু হয়েছে। এই ঘটনায় চীনে জননিরাপত্তার মান নিয়ে আবার প্রশ্ন তৈরি হয়েছে।

জানা গেছে, জিয়ান প্রদেশের একটি বহুতল বাড়ির ওই লিফটটি মেরামতকর্মীরা গত ৩০ জানুয়ারি থেকে বন্ধ করে রাখে। এক মাস পর লিফট চালু হলে উ নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ৪৩-বছর বয়সী ওই নারীর মৃত্যু সম্পর্কে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে নানা মন্তব্য করা হচ্ছে।

‘৩০ দিন... ভাবতে পারেন কী কষ্টের মধ্য দিয়ে পার করেছেন ওই মহিলা? তার জন্য আমার বুক ফেটে যাচ্ছে’ বলেছেন জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর একজন ইউজার, যার নাম হুইশিনিয়া।

মেরামতকর্মীরা লিফ্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আগে শুধু চিৎকার করে জানতে চেয়েছিলেন এর ভেতরে কেউ ছিলেন কিনা। এর বেশি তারা করেননি বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে অভিযোগ করা হয়েছে।

একে/পিআর