ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিশিগানে জয়ী ট্রাম্প, হারলেন হিলারি

প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৯ মার্চ ২০১৬

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেছেন রিপাবলিকান দলের মনোনয়নপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মিসিসিপির পর এবার মিশিগানেও জয় নিশ্চিত করেছেন রিপাবলিকান দলের এই ধনকুবের ব্যবসায়ী। খবর বিবিসির

খবরে বলা হয়েছে, মিসিসিপিতে জয় পেলেও মিশিগানে পরাজিত হয়েছেন ডেমোক্রেট দলের মনোনয়নপ্রত্যাশী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

মিশিগানে হিলারিকে হারিয়ে অবিশ্বাস্য জয় পেয়েছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স।

তবে মিশিগানে হেরে গেলেও মনোনয়নের দৌড়ে এখনও কিছুটা এগিয়ে রয়েছেন হিলারি।

মঙ্গলবার মিশিগান ও মিসিসিপি ছাড়াও আরও দুটি অঙ্গরাজ্যে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আইডাহোতে কেবল রিপাবলিকানদের ভোট অনুষ্ঠিত হয়েছে। সেখানে জয় পেয়েছেন টেড ক্রুজ। আইডাহোর পর এখন হাওয়াইতে ভোট চলছে।

টিটিএন/পিআর

আরও পড়ুন