বাজেটে মোবাইল ফোনে শুল্ক কমানোর কথা ভাবছে পাকিস্তান
ছবি: সংগৃহীত
আসন্ন বাজেটে মোবাইল ফোনের ওপর শুল্ক কমানোর কথা ভাবছে পাকিস্তান সরকার। দেশটির কেন্দ্রীয় রাজস্ব বোর্ড ২০২৩-২০২৪ অর্থ বছরে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। খবর জিও নিউজের।
এর আগে পাকিস্তান সরকার মোবাইল ফোনের ওপর ১০০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। জানা গেছে, আগামী ৯ জুন নতুন বাজেট ঘোষণা করা হবে দেশটিতে। এতে মোবাইল ব্যবসায়ীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটতে পারে।
আরও পড়ুন>ডলার ঘাটতিতে দুর্বল হচ্ছে পাকিস্তানি রুপি
পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো নয়। মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে অসহনীয় পর্যায়ে। প্রধান সমস্যা হচ্ছে মূল্যস্ফীতি। তাই মোবাইল ফোনের ওপর শুল্ক কমানোর চিন্তা করছে দেশটির সরকার।
প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক বাড়ানোর ফলে পাকিস্তানের মোবাইল ইন্ডাস্ট্রি ভেঙে পড়েছে। এতে শুধু ব্যবসায়ীরা নয়, বেকায়দায় পড়েছে সাধারণ মানুষও।
আরও পড়ুন>দেশ ছাড়ছেন শিক্ষিত পাকিস্তানিরা
এদিকে অর্থনৈতিক টালমাটাল অবস্থার কারণে পাকিস্তানে ডলার সংকট প্রকট আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা ক্রমেই দুর্বল হচ্ছে। জানা গেছে, আগামী সপ্তাহে দেশটির মুদ্রা খোলাবাজারে আরও দুর্বল হবে। তবে আশা করা হচ্ছে আন্তঃব্যাংক বাণিজ্যে সীমার মধ্যেই থাকবে।
প্রত্যেক দিনই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে। কারণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে: যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি
- ২ ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ‘উদ্ধারে এগিয়ে আসবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ৩ সম্পর্ক জোরদারে বৈঠকের সিদ্ধান্ত চীন ও দক্ষিণ কোরিয়ার
- ৪ মেয়ে নিয়ে জনসমক্ষে কিম, পারিবারিক সমাধিসৌধ সফরের ছবি প্রকাশ
- ৫ ভারী তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই বহু মানুষের রাত্রিযাপন