ফিলিস্তিনি টেলিভিশন কার্যালয়ে ইসরায়েলের অভিযান
গাজার পশ্চিম তীরের প্যালেস্টাইন টুডে নামে ফিলিস্তিনি এক টেলিভিশনের কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ওই অভিযান চালানো হয়েছে।
সহিংসতা সৃষ্টির অভিযোগে টেলিভিশনের ম্যানেজার ফারুক আলিয়াতকে (৩৪) আটক করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের শিন বেট ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি এ তথ্য জানিয়েছে।
পাঁচ মাস ধরে চলা ফিলিস্তিনি ও ইসরায়েলের সহিংসতার খবর প্রচার করছিল রামাল্লায় অবস্থিত ওই টেলিভিশন চ্যানেলটি। তাদের এই প্রচারণা বন্ধ করতেই ওই কার্যালয়ে অভিযান চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসলামিক জঙ্গি গোষ্ঠীদের সমর্থনে বিভিন্ন প্রচারণা চালিয়েছে বলে ওই টেলিভিশনটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের এই প্রচারণা ইসরায়েলের সাধারণ নাগরিকদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
টিটিএন/এবিএস