রুশ সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে পাঁচ ডলফিন
রাশিয়ার সেনাবাহিনীতে প্রশিক্ষিত পাঁচ ডলফিনকে যুক্ত করা হচ্ছে। আগামী ১ আগস্টের মধ্যে প্রশিক্ষিত এসব ডলফিন বাহিনীকে কাজের জন্যে ছেড়ে দেওয়া হবে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সাগরে রুশ নৌবহরের বিশেষ তৎপরতা চালানোর কাজে এই ডলফিন বাহিনীকে ব্যবহার করা হবে।
কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরের প্রধান ঘাঁটি ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোলে অবস্থিত। এ ঘাঁটিতেই এই ডলফিন বাহিনীকে নিযুক্ত করা হবে। এতে থাকবে, তিন থেকে পাঁচ বছর বয়সী তিনটি পুরুষ ও দুটি স্ত্রী ডলফিন। আর এই পাঁচ ডলফিন সরবরাহের জন্য নিলামের ব্যবস্থা করেছে মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নিলামে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার মার্কিন ডলার।
২০১৪ সালের মার্চে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে বলেন, রাশিয়ার সেনাবাহিনীতে ডলফিন ব্যবহারের জন্য নতুন প্রশিক্ষণ কর্মসূচীর পরিকল্পনা করা হয়েছে।
এর আগে স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ডলফিন বাহিনী ব্যবহার করেছিল। গুরুত্বপূর্ণ সামরিক ঘাটির আশপাশে সাবমেরিনের অবস্থান খুঁজতে ও সাগরে পেতে রাখা মাইন শনাক্ত করতে ডলফিন বাহিনী ব্যবহার করা হয়।
এসআইএস/এবিএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ স্ত্রীর দুর্নীতির মামলায় আদালতে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট
- ২ গাজায় তীব্র শীতে মারা যাচ্ছে শিশুরা, তবু ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল
- ৩ ভারতে ‘রন্ধনশিল্পের শহর’ লক্ষ্ণৌ, স্বীকৃতি দিলো ইউনেস্কো
- ৪ সোনায় সর্বোচ্চ রেকর্ড গড়লেও কমতে পারে তেলের দাম
- ৫ ইউরোপে বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থী, তালিকায় যেসব দেশ