আইএসের নথিতে প্যারিস হামলাকারীদের নাম
আইএসের ফাঁস হওয়া নথিতে তিন প্যারিস হামলাকারীর নাম উঠে এসেছে। জার্মানির গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের বাতাক্লন থিয়েটারে ইগলস অফ দ্য ডেথের একটি কনসার্ট চলাকালে হামলা চালানো হয়েছিল। ওই হামলার সঙ্গে জড়িত সামি আমিমুর, ফাউয়েদ মোহাম্মেদ - আজ্জাদ এবং ওমার ইসমাইল মোস্তেফাইয়ের নাম রয়েছে আইএসের ফাঁস হওয়া নথিতে। ওই হামলায় ৯০ জন প্রাণ হারায়।
৪০টি দেশের প্রায় ২২ হাজার সদস্যের পরিচয় সম্বলিত ওই নথি জার্মানি ও ব্রিটেনের বেশ কিছু গণমাধ্যমের হাতে এসেছে। সেখানে ওই সদস্যদের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য উঠে এসেছে।
ওই নথিগুলো সঠিক কীনা তা যাচাই বাছাই করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, ওই তিন হামলাকারী ২০১৩-২০১৪ সালের দিকে আইএসে যোগ দিয়েছে।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ স্ত্রীর দুর্নীতির মামলায় আদালতে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট
- ২ গাজায় তীব্র শীতে মারা যাচ্ছে শিশুরা, তবু ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল
- ৩ ভারতে ‘রন্ধনশিল্পের শহর’ লক্ষ্ণৌ, স্বীকৃতি দিলো ইউনেস্কো
- ৪ সোনায় সর্বোচ্চ রেকর্ড গড়লেও কমতে পারে তেলের দাম
- ৫ ইউরোপে বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থী, তালিকায় যেসব দেশ