ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নিরাপত্তার কারণে ট্রাম্পের নির্বাচনী র‌্যালি বাতিল

প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১২ মার্চ ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প শুক্রবার শিকাগোতে তার নির্বাচনী র‌্যালি বাতিল করে দিয়েছেন। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শিকাগো অঙ্গরাজ্যের ইলিনোইস বিশ্ববিদ্যালয়ে একটি  র‌্যালির আয়োজন করা হয়েছিল। কিন্তু  ট্রাম্প ওই র‌্যালিতে পৌঁছানোর আগেই শত শত বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে এবং তার বিরুদ্ধে শ্লোগান দিতে শুরু করেন। এতে অডিটরিয়ামে থাকা তার সমর্থক ও বিরোধিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

নিজের সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর নিরাপত্তাজনিত কারণেই ট্রাম্প তার র‌্যালিটি বাতিল করে দেন।

সেসময় তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখানে জড়ো হওয়ায় আমি কৃতজ্ঞ। দয়া করে শান্তি বজায় রাখুন আর বাড়ি ফিরে যান।

ওই দিনের মত ট্রাম্পের প্রচারণা র্যালি এভাবেই পণ্ড হয়ে গেছে।

টিটিএন/এমএস