ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি শিশু নিহত

প্রকাশিত: ০৩:১২ এএম, ১৩ মার্চ ২০১৬

ইসরায়েলের বিমান হামলায় ২ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। খবর আল জাজিরার। খবরে বলা হয়েছে, ইসরায়েলি বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায়  ইসরা আবু খোসা নামে ৬ বছর বয়সী এক মেয়ে শিশু এবং তার  ১০ বছর বয়সী ভাই ইয়াসিন নিহত হয়েছে। এছাড়া ওই হামলায় শিশুদের অপর এক ভাই আইয়ুব আবু খোসা (১৩) আহত হয়েছে।

বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ওই শিশুদের বাড়িতে আঘাত হেনেছিল। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই সকালে ইয়াসিনের মৃত্যু হয়। তার মাত্র কয়েক ঘণ্টা পরেই তার বোন ইসরার মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা এ তথ্য জানিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসে পাঁচবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।  

টিটিএন/এমএস