ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মেরকেলের পদত্যাগ দাবিতে বার্লিনে বিক্ষোভ

প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৩ মার্চ ২০১৬

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের পদত্যাগ দাবিতে রাজধানী বার্লিনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। শরণার্থীদের জন্য সীমান্ত উন্মুক্তকরণ নীতির বিরোধিতা করে শনিবার দেশটির ডানপন্থীরা এই বিক্ষোভের ডাক দেয়।

নব্য নাৎসিপন্থী ও ইসলাম-বিরোধী পেগিডা আন্দোলনসহ উগ্র ডানপন্থীরা চ্যান্সেলর মেরকেলের পদত্যাগ দাবিতে রাজধানী বার্লিনের বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল করেছে। এ সময় তাদের হাতে নানা শ্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। শরণার্থী ব্যবস্থাপনার ক্ষেত্রে মেরকেলের নীতির তীব্র সমালোচনা করে তারা।

‘উই ফর বার্লিন অ্যান্ড উই ফর জার্মানি’ নামের একটি উগ্র ডানপন্থী সংগঠন ছিল এ বিক্ষোভের মূল আয়োজক। তারা মেরকেলের পদত্যাগ দাবির পাশাপাশি পুরো ইউরোপের সীমান্তে আরো বেশি কড়াকড়ি আরোপের আহ্বান জানায়। এসময় অনেকেই মেরকেলের পদত্যাগ দাবি করে শ্লোগানও দেয়।

জার্মান সরকারের শরণার্থী নীতির প্রতিবাদে অন্তত তিন হাজার বিক্ষোভকারী দেশের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেয়। তারা রাজধানীর পাশের শহর ওয়াশিংটনপ্লাটজের রেল স্টেশন ও ব্রান্ডেনবার্গ গেইটে বিক্ষোভ করে।

এদিকে, উগ্র ডানপন্থীদের এ বিক্ষোভের বিপরীতে ‘বার্লিন নাজিফ্রেই’ নামে একটি সংগঠন পাল্টা সমাবেশের আয়োজন করে। `আশ্রয়গ্রহণ অধিকার; বর্ণবাদ নয়` স্লোগানকে সামনে রেখে তারা এ সমাবেশ করে।

দেশটিতে এমন এক সময় এ পাল্টাপাল্টি বিক্ষোভ অনুষ্ঠিত হলো যখন আঞ্চলিক নির্বাচনে মেরকেল পরীক্ষার মুখোমুখি হয়েছেন। স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শরণার্থীদের নিয়ে উদারনীতির কারণে দেশটিতে মেরকেলের জনপ্রিয়তায় ভাটা পড়েছে।
 
এসআইএস/পিআর