ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বানরের পানিপুরি খাওয়ার ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২২ জুন ২০২৩

ভারতে যত স্ট্রিট ফুড (রাস্তার পাশের খাবার) রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে পানিপুরি অনত্যম। দেশটির প্রত্যকটি রাজ্যের মানুষের খাছে এই খাবারটি অনেক জনপ্রিয়। তবে সব জায়গায় খাবারটির নাম একই নয়। কোথাও এটি পানিপুরি নামে পরিচিত। কোথাও আবার গোলগাপ্পা। অনেকের কাছে এটি ফুচকা। কেউ কেউ পানি বাতাসা নামেও ডাকে। তবে স্থানভেদে নাম যাইহোক না কেন এর স্বাদ অবিশ্বাস্য।

কিন্তু এটি এখন শুধু মানুষের কাছেই প্রিয় খাবার নয়, অন্য প্রাণীর কাছেও পছন্দের। এর প্রমাণ মিলেছে সাম্প্রতিক একটি ভিডিওতে। যেটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, গুজরাটের এক বিক্রেতা রাস্তায় পানিপুরি বিক্রি করছেন। সেখানে তার দোকানের টেবিলে বসে পানিপুরি খাচ্ছে এক বানর। আশপাশে থাকা সবাই অবাক হয়ে দেখছে সে দৃশ্য।

আরও পড়ুন>যৌথভাবে চাঁদে মানুষ পাঠাবে যুক্তরাষ্ট্র-ভারত

ভিডিওটি টুইটারসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারণ বানরটি টেবিলে উঠে শান্ত হয়ে পানিপুরে খাচ্ছিল। ভিডিওটি গুজরাটের টাঙ্কারা জেলার দয়ানন্দ চকে ধারণ করা হয়েছে। গাওয়াইগজানন নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বানরের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যে রয়েছে, গত জানুয়ারিতে এক বানর তার বাচ্চাদের অপরিচিতদের কাছ থেকে খাবার না নেওয়ার শিক্ষা দেওয়ার একটি ভিডিও।

এমএসএম