চুমুর স্বাদ চকোলেটের মতো
তাদের প্রথম দেখা শিকাগোর সিডলি অ্যান্ড অস্টিন ল’ ফার্মে। মিশেল তখন ২৫ আর ওবামা ২৭ বছরের অ্যাটর্নি। একদিন দুপুরে একসাথে খাওয়া তারপর...
মিশেল ২০০৮ এ ওয়াশিংটন পোস্টকেও স্মৃতিচারণ করে বলেছিলেন, আমি ভাবতাম ল’ ফার্মে কেবল আমরা দুজনই কৃষ্ণাঙ্গ। আমাদের মধ্যে প্রেম হলে বিষয়টি খুব সস্তা হয়ে যাবে।
তবে ভালোবাসারই জয় হয়। আর একদিন মিশেল রাজি হয়ে যান ওবামার সঙ্গে বাইরে যেতে। তাদের প্রথম ডেটিংয়ের দিনটিতে তারা শিকাগো চষে বেড়িয়েছেন, আর্ট ইন্সটিটিউটে গেছেন, দীর্ঘপথ পায়ে হেঁটেছেন আর কথা বলেছেন, স্পাইক লি’র ‘ডু দ্য রাইট থিং’ দেখেছেন আর হাঁটতে হাঁটতে আবার ফিরেছেন নগরীর সাউথ সাইডে স্রেফ আইসক্রিম খাওয়ার জন্য।
২০০৭ সালে বারাক ওবামা ‘ও’ ম্যাগাজিনকে বলেছিলেন তাদের প্রথম ডেট-এর কথা। তিনি বলেন, আমি সেদিন মিশেলকে চুমু খেয়েছিলাম, আর তার স্বাদ ছিলো চকোলেটের মতো।
আগামী বছরে জুলাই মাসে শিকাগোতে ‘সাউথসাইড উইথ ইউ’ নামে মিশেল-ওবামার প্রেমকাহিনী নির্ভর চলচ্চিত্রের চিত্রায়ন শুরু হবে।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সুদানে ৯ স্বাস্থ্যকর্মীকে মুক্তি দিলো আরএসএফ, এখনো আটক ৭৩
- ২ স্ত্রীর দুর্নীতির মামলায় আদালতে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট
- ৩ গাজায় তীব্র শীতে মারা যাচ্ছে শিশুরা, তবু ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল
- ৪ ভারতে ‘রন্ধনশিল্পের শহর’ লক্ষ্ণৌ, স্বীকৃতি দিলো ইউনেস্কো
- ৫ সোনায় সর্বোচ্চ রেকর্ড গড়লেও কমতে পারে তেলের দাম