পশ্চিমতীরে গুলিতে তিন ফিলিস্তিনী নিহত
ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনী নিহত হয়েছে। সোমবার ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা অভিযোগে সেনাসদস্যরা পাল্টা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হেবরনের কাছে কিরাত আরবার এলাকার একটি বাসস্ট্যান্ডে পথচারীদের লক্ষ্য করে গুলি চালায় দুই ফিলিস্তিনী। পরে ওই এলাকায় টহলরত সেনা সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে দুই হামলাকারী নিহত হয়।
এ ঘটনার কিছুক্ষণ পর আরেক হামলাকারী গাড়ি নিয়ে একটি সামরিক যানকে সজোরে ধাক্কা দেয়। সেনা সদস্যরা পাল্টা গুলি চালালে ওই হামলাকারীও নিহত হয়। পৃথক এ ঘটনায় চার সেনাসদস্য আহত হয়েছে।
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ করাকে কেন্দ্র করে গত বছরের ১ অক্টোবর থেকে ইসরায়েলি ও ফিলিস্তিনীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ১৯৯ ফিলিস্তিনী নিহত হয়েছে। এছাড়া ফিলিস্তিনীদের ছুরিকাঘাতে ২৮ ইসরায়েলিও প্রাণ হরিয়েছে।
এসআইএস/এবিএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প