ছাগলের বিনিময়ে ভোট!
নির্বাচনের আগে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি নতুন কিছু নয়। শুধু ফুলঝুড়িই নয়, টাকা-পয়সার বিনিময়েও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনাও পুরাতন কৌশল। কিন্তু ভোটের বিনিময়ে ভোটারদের মাঝে ছাগল বিতরণ একেবারেই নতুন কৌশল।
স্থানীয় নির্বাচনের আগে ভোটারদেরকে ছাগল দিয়ে ভোট চাওয়ার এরকম অভিযোগ উঠেছে ভারতের কুচবিহারে। শুধু তাই নয়, এ নিয়ে রীতিমতো অভিযোগ পাল্টা অভিযোগও উঠেছে। স্থানীয়রা জানান, কুচবিহারের চানঘাটের বাসিন্দাদের জড়ো করে প্রত্যেক পরিবারে একটি করে ছাগল বিলি করেছে ক্ষমতাসীন তৃণমূল দলের প্রার্থীরা। শনিবার বিকেলে প্রায় তিন ঘণ্টা ধরে ছাগল বিলি করা হয়। পরিবর্তে তাঁদের কাছে চাওয়া হয়েছে ভোট।
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই ছাগল বিলির কাজ শেষ হয় বলে দাবি করেছে সিপিএম। কুচবিহারের জেলাপ্রশাসক পি উল্গা নাথন বলেন, অভিযোগ খতিয়ে দেখে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ওই এলাকার তৃণমূল প্রার্থী বিধায়ক হিতেন বর্মন এ অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন। তিনি বলেন, সিপিএম প্রচারে তেমন সাড়া পাচ্ছে না। তাই হতাশ হয়ে এমন অভিযোগ করছে। আমরা এলাকার এত উন্নয়ন করেছি যে ভোটের সময় কিছু বিলির প্রয়োজন হয় না।
তবে সিপিএম প্রার্থী নমোদীপ্তি অধিকারী দাবি করে বলেন, ওই গ্রামে তৃণমূলের পক্ষ থেকে ৪০০টি ছাগল বিলি করা হয়েছে। তৃণমূল নানা উপায়ে ভোট কেনার চেষ্টা করছে। ছাগল বিলি করে গ্রামের বাসিন্দাদের কাছে ভোট চাইছে তারা। কমিশনে অভিযোগ জানিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস পেয়েছি।
সিপিএমের অভিযোগ করে বলছে, তৃণমূল ভোটে জিততে টাকাও বিলি করা শুরু করেছে। জেলার ৯টি বিধানসভা আসনের বহু এলাকাতেই এমনটা হচ্ছে বলে তাদের দাবি। তৃণমূলের কুচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, প্রচারে নেমে সাড়া না পেয়ে হতাশ হয়ে পড়েছে বাম জোট। তাই এমন অভিযোগ তুলে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। আনন্দবাজার।
এসআইএস/এবিএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ২ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প
- ৩ গ্রীসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৫৪৫ অভিবাসী উদ্ধার
- ৪ দক্ষিণ কোরিয়ায় টাক পড়া ‘বেঁচে থাকার প্রশ্ন’, স্বাস্থ্য বিমার নির্দেশ প্রেসিডেন্টের
- ৫ বিশ্ব গণমাধ্যমে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার খবর