ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফগানিস্তানে সেনা অভিযানে ১০ জঙ্গি নিহত

প্রকাশিত: ০৯:১৩ এএম, ১৬ মার্চ ২০১৬

আফগানিস্তানে আফগান ন্যাশনাল আর্মির (এএনএ) অভিযানে ১০ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারের আসমার এবং ঘাযি আবাদ জেলায় ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। ওই হামলায় আহত হয়েছে আরো ৩ জন।  

অভিযানে এক সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুই সেনা।

সেনাবাহিনীর এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওই এলাকা থেকে জঙ্গিদের না হটানো পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে এবং সেনাবাহিনী জঙ্গিদের দমনে চেষ্টার কোনো ত্রুটি করবে না।

টিটিএন/এবিএস