ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কার নিলেন কৈলাস-মালালা

প্রকাশিত: ০১:১৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৪

নোবেল শান্তি পুরস্কার নিলেন ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী ও পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই। বুধবার নরওয়ের রাজধানী ওসলোর সিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান থর্বজয়ের্ন জাগলান্দ।
 
পুরস্কার প্রধান অনুষ্ঠানে থর্বজয়ের্ন জাগলান্দ বলেন, এক তরুণী ও একজন বয়স্ক ব্যক্তি, একজন পাকিস্তানি ও একজন ভারতীয়, একজন মুসলমান ও অপর জন হিন্দু, বর্তমানে বিশ্বের যা প্রয়োজন উভয়ে তারই প্রতিনিধিত্ব করেন। আর তা হলো একতা, দুই জাতীর মধ্যকার ভ্রাতৃত্ববোধ।

পুরস্কার গ্রহণের আগে ১৭ বছর বয়সি মালালা বলে, দেশ সেবার উত্তম উপায় যদি রাজনীতিই হয়, তবে ভবিষ্যতে তিনি রাজনীতি করতে চান। প্রয়োজনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেও তার আপত্তি নেই।

এদিকে পুরস্কার গ্রহণের পরে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কৈলাশ সত্যার্থী বলেন, এই পুরস্কার (নোবেল) ভবিষ্যতে শিশু-দাসত্বের বিরুদ্ধে কাজ করার সুযোগ আরো বাড়াবে। -বিবিসি