ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইয়েমেনে সামরিক অভিযান কমাবে সৌদি

প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১৮ মার্চ ২০১৬

ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান কমিয়ে আনার পরিকল্পনা করেছে সৌদি। খবর বিবিসির।

এ সম্পর্কে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসিরি বলেন, প্রায় বছরখানেক ধরে চলমান এই প্রচারণা অনেকটাই শেষের দিকে এসে পৌঁছেছে।

মার্কিন মদদপুষ্ট সৌদি জোট ইয়েমেন সরকারের সঙ্গে মিলে বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালিয়ে আসছে।

সৌদি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জোট ইয়েমেনে সামরিক অভিযান কমালেও সেনাবাহিনীকে আকাশ পথে যে সহায়তা দিয়ে আসছিলো তা অব্যাহত রাখবে।

এ সম্পর্কে হোয়াইট হাউসের মুখপাত্র জোসে আর্নেস্ট বলেন, ইয়েমেনের রাজনৈতিক সংকটের সমাধান চাই আমরা। বড় বড় অভিযানের পর্ব শেষ করে সৌদি জোট এখন দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে কাজ করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা স্বাগত জানাই।

যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই বলে আসছে ইয়েমেনের জন্য একটি রাজনৈতিক সমাধান খুব জরুরি এবং যত দ্রুত সম্ভব তা হওয়া দরকার। এ কারণে সৌদির এ ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬ হাজার ২শ বেসমারিক নাগরিক নিহত হয়েছে। এসব হামলায় গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ।

টিটিএন/পিআর

আরও পড়ুন