ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

শ্যাম্পু দিয়ে সাপের গোসল!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০৯ পিএম, ৩০ জুলাই ২০২৩

পোষা প্রাণীর প্রতি মানুষের ভালোবাসার শেষ নেই। ভালবেসে কত রকম যত্নআত্তিও করতে দেখা যায় অনেককে। কুকুর, বিড়ালকে সাবান কিংবা শ্যাম্পু দিয়ে গোসল করানোর ঘটনাও নতুন নয়। কিন্তু কখনও কি দেখেছেন সাপকে গোসল করানো হচ্ছে! তাও আবার যে সে সাপ নয়, একেবারে কিং কোবরা!

আরও পড়ুন: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কলম্বিয়ায় প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

অবাক হচ্ছেন? কিন্তু এমন ঘটনাই ঘটেছে। একটি ভিডিওতে দেখা গেছে, কালো ওই সাপটির শরীরে সাদা রঙের ছোপ ছোপ দাগ আছে। বাথরুমে ওই কিং কোবরাকে গোসল করাচ্ছেন এক তরুণ। ওই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সাপকে কে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তার ওপর আবার কিং কোবরার মতো সাপের কাছ থেকে মানুষ সব সময় দূরেই থাকেই। কিন্তু ভিডিওর ওই তরুণ কত স্বাভাবিক ভাবেই সাপকে শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছেন। এমন কাণ্ড দেখে হতবাক হয়েছেন অনেকেই।

ভিডিওতে দেখা গেছে, বাথরুমে শ্যাম্পু দিয়ে সাপটির শরীর পরিষ্কার করছেন তিনি। সে সময় সাপটিকেও বেশ স্বাভাবিক থাকতে দেখা গেছে। মনে হচ্ছিল সে বেশ মজাই পাচ্ছে। শ্যাম্পু মেখে গোসল করাটা সে খুব উপভোগ করছিল। আর ওই তরুণও একেবারে নির্ভয়ে সাপটির গায়ে শ্যাম্পু মাখার পর একটি পাইপ দিয়ে পানি দিচ্ছিল। গোসল শেষে সাপটি নিজে থেকেই সেখান দিয়ে সরে যায়।

আরও পড়ুন>> কলম্বিয়ায় বিদ্রোহীদের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২৩

ওই ভিডিওটি কোন এলাকার বা কোন দেশের তা এখনও জানা যায়নি। তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই কেউ কেউ শিউরে উঠেছেন। আবার কেউ হতবাকও হয়েছেন। সবার একটাই প্রশ্ন, ওই তরুণের ভয় লাগেনি?

সূত্র: আনন্দবাজার পত্রিকা

টিটিএন/জিকেএস