ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

১৫ লাখ টাকা খরচ করে সাজলেন কুকুর, জনসম্মুখে আসতেই ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ৩১ জুলাই ২০২৩

কত রকমই না শখ থাকে মানুষের। কেউ চান লাখ টাকা জমিয়ে বাড়ি করবেন। কেউ বা কিনতে চান একটি দামি গাড়ি। তবে এর বাইরেও অনেকের অনেক স্বপ্নই থাকে। যেমন জাপানের এক ব্যক্তি হতে চেয়েছিলেন কুকুর। সেই চাওয়া থেকেই ১৫ লাখ টাকারও বেশি অর্থ খরচ করে এমন এক পোশাক বানিয়েছেন, যা পরলে ওই ব্যক্তিকে হুবহু কুকুরের মতো লাগে।

আর গত ২১ জুলাই প্রথমবারের মতো ওই পোশাক পরে জনসম্মুখে এসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালে হয়েছেন তিনি। নিজের নাম দিয়েছেন ‘তোকো’। রাস্তায় হাঁটার একটি ভিডিও ইউটিউবে ছাড়ার পর এখন পর্যন্ত তা প্রায় ৪০ লাখ মানুষের নজরে এসেছে।

ভিডিওতে দেখা যায়, একটি মেয়ের সঙ্গে হেঁটে বেড়াচ্ছে হিউম্যান ডগ ‘তোকো’। মেয়েটি সেখানে তোকোর মালিকের ভূমিকায়। রাস্তার অন্যান্য কুকুরের সঙ্গে ভাব জমাতেও দেখা যায় তাকে।

এমনকি, কুকুরের গায়ের গন্ধ শোঁকা থেকে খুশিতে লেজ নাড়ানোর মতো কাজও করছে তোকো। অন্য কুকুররাও তাকে দেখে এগিয়ে আসে। গায়ের গন্ধ শুঁকে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করে। পোশাকটি এতটাই বাস্তব যে, আসল কুকুররা বুঝতেই পারেনি যে এর আড়ালে মানুষ লুকিয়ে রয়েছে।

কুকুরের মতো ডিগবাজি থেকে অন্যান্য পরিচিত অঙ্গভঙ্গিও করছিল তোকো। এমনকি, সাজসজ্জা এতটাই বাস্তবধর্মী ছিল যে, অনেকেই তোকোকে আসল কুকুর ভেবে আদর করতে আসেন।

তবে জাপানি ওই ব্যক্তির কুকুর হওয়ার স্বপ্ন যে খুব সহজেই পূরণ হয়ে গেছে, তা নয়। শখ পূরণ করতে অনেক পরিশ্রম করে লাখ লাখ টাকা জমাতে হয়েছে তাকে। তার পর ‘জিপেট’ নামে বিখ্যাত একটি সংস্থার সঙ্গে দীর্ঘ আলোচনায় বসতে হয়েছে । মাসের পর মাস অপেক্ষা করেই তবেই হুবহু কুকুরের মতো পোশাক হাতে পেয়েছেন তিনি।

নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, স্কটল্যান্ডের ‘কুলি’ প্রজাতির লোমোশ কুকুর সাজতে তাকে যেতে হয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিপেটের কাছে। জাপানি এ প্রতিষ্ঠান মূলত টিভি শো ও সিনেমার জন্য পোশাক তৈরি করে থাকে। তাদের কাছেই তিনি অনুরোধ করেন কুকুরের পোশাক বানিয়ে দিতে।

একটি অবিকল কুকুরের মতো দেখতে লাগবে, এমন পোশাক বানানো মোটেই মুখের কথা নয়। তাই জিপেটের পক্ষ থেকেও বেশ ভালো অঙ্কের অর্থ দাবি করা হয়। জানা যায়, অবিকল কুকুরের মতো দেখতে ওই পোশাকটি তৈরি করতে সব মিলিয়ে খরচ হয়েছে ১৪ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ১৫ লাখেরও বেশি টাকা)।

কেন কুলি প্রজাতির কুকুর বেছে নিলেন, সে প্রসঙ্গে ওই ব্যক্তি বলেন, ‘আমি কুলি বেছে নিয়েছি কারণ, এর আদলে পোশাক বানালে আমাকে পুরোপুরি কুকুরের মতো লাগবে। এই পোশাক পরে তিনি ইচ্ছেমতো শরীর নাড়াতে পারেন কি না- প্রশ্নের জবাবে তোকো বলেন, অবিকল কুকুরের মতো নড়াচড়া করতে নিষেধাজ্ঞা রয়েছে। কারণ বেশি নড়াচড়া করলে কুকুরের মতো দেখাবে না ও পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

এসএএইচ