ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আন্তর্জাতিক পর্বত দিবস আজ

প্রকাশিত: ০৪:০১ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

মাউন্টেন ফার্মিং’ বা পাহাড়ে চাষাবাদ শীর্ষক প্রতিপাদ্যকে কেন্দ্র করে আজ দেশে আন্তর্জাতিক পর্বত দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

আজ সকাল ৯টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং রাজধানীর বেইলি রোড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেবেন। এরপর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এক সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দিবসটির বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, পর্বত প্রকৃতির বৈচিত্র্যময় ভূমিরূপ। এখানে বসবাসরত জনগোষ্ঠীর জীবনযাত্রা যেমন বৈচিত্র্যপূর্ণ তেমনি তা জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার পার্বত্যবাসীর জীবনমানের উন্নয়নে বনায়ন, জীববৈচিত্র্যের উন্নত ব্যবস্থাপনা, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

উল্লেখ্য, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যেক সামনে রেখে জাতিসংঘ ২০০৩ সালে ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর বিভিন্ন দেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দ্বিতীয়বারের মতো দিবসটি পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।