`মত প্রকাশের স্বাধীনতা দেশ ধ্বংসের অধিকার নয়`
জাতীয়তাবাদ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক ভারতে দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক এই বিতর্ক যতই মাথা চাড়া দিক, এ দুইয়ের মধ্যে কোনও বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, ভারতীয় সংবিধান মত প্রকাশের স্বাধীনতা দেয়, কিন্তু তার অর্থ দেশ ধ্বংসের অধিকার নয়।
রোববার নয়াদিল্লিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় কর্মসমিতির বৈঠকের পর এসব কথা বলেন অরুণ জেটলি। দু-দিন ব্যাপি চলা এই বৈঠকে জাতীয়তাবাদ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বরা হয়েছে, দেশের বিরুদ্ধে কোনও রকম আক্রমণ বিজেপি বরদাস্ত করবে না বলে বৈঠকের শুরুতেই বক্তব্যে জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, জাতীয়তাবাদের আদর্শ আমাদের বিশ্বাস ও জীবন দর্শনকে নিয়ন্ত্রণ করে।
`ভারত মাতা কি জয়` স্লোগান নিয়ে করা এক প্রশ্নের জবাবে অরুণ জেটলি বলেন, এই স্লোগানে দেশের কারো কোনও আপত্তি থাকার কথা নয়। আর সে কথা শনিবার ইডেনে ভারত-পাক ম্যাচেই টের পাওয়া গেছে। ভারতের কাছে পাকিস্তানের হারের সময় স্টেডিয়ামে ঘনঘন `ভারত মাতা কি জয়` আওয়াজ ওঠে।
এসঅাইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাজ্যে ভারতীয় পরিবারগুলোতে কন্যাভ্রূণ গর্ভপাতের রেকর্ড
- ২ ইউক্রেন-রাশিয়ার সরাসরি আলোচনা ছিল ‘বড় পদক্ষেপ’: মার্কিন কর্মকর্তা
- ৩ গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় ২ শিশু নিহত
- ৪ যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিনি নিহত
- ৫ কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের