ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

চলতি বছর দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:২৮ পিএম, ২২ আগস্ট ২০২৩

চলতি বছর এখন পর্যন্ত পশ্চিম তীরে দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। অপরদিকে ইসরায়েলের প্রায় ৩০ জন নিহত হয়েছে। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত টর ওয়েনেসল্যান্ড বলেছেন, সহিংসতার মাত্রা গত বছরের পুরোটা সময়ে যে পরিমাণ মৃত্যুর ঘটনা ঘটেছে সে সংখ্যাকে ছাড়িয়ে গেছে এবং ২০০৫ সালের পর চলতি বছর সর্বোচ্চ সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে।

সোমবার (২১ আগস্ট) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বিবৃতিতে টর ওয়েনেসল্যান্ড এসব তথ্য দেন। ফিলিস্তিনিদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান হতাশা এবং একটি স্বাধীন রাষ্ট্র অর্জনের দিকে অগ্রগতির অভাব ক্রমবর্ধমান সহিংসতায় আরও ইন্ধন দিচ্ছে।

আরও পড়ুন: পশ্চিমতীরে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত

প্রায় প্রতিদিনই কোনো না কোনো সহিংসতায় ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনায় ইসরায়েলি বাহিনীর সদস্যদের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। টর ওয়েনেসল্যান্ড বলেন, তিনি বিবৃতি দেওয়ার কিছুক্ষণ আগেও পশ্চিমতীরে এক ইসরায়েলি সদস্য নিহত হয়েছেন।

নিরাপত্তা পরিষদে তিনি বলেন, রাজনৈতিক সমাধানে অগ্রগতির অভাব সংঘাতকে আরও বাড়িয়ে দিচ্ছে। অবৈধ ইসরায়েলি বসতি বাড়তে থাকা, ফিলিস্তিনিদের বাড়ি-ঘরে হামলা চালানো, ফিলিস্তিনি প্রশাসন ও পুলিশের নিয়ন্ত্রণে থাকা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান এবং ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণের কথাও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে ফিলিস্তিনিদের ‌‘সন্ত্রাসী কার্যকলাপের’ কথাও ‍উল্লেখ করেছেন। তিনি বলেন, বর্তমান অবস্থা ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভঙ্গুর আর্থিক পরিস্থিতির প্রমাণ দিচ্ছে। সেই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলোর তহবিলের ঘাটতির কারণে যে জটিলতা তৈরি হয়েছে সেসব বিষয়কেও দায়ী করেছেন তিনি।

আরও পড়ুন: পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা এ বিষয়ে পরিষ্কার হয়েছেন যে, সহিংসতা অবশ্যই থামাতে হবে। তিনি আরও বলেন, আমি নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি যে, এই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করুন।

টিটিএন