মালয়েশিয়ায় দাবদাহ : স্কুল বন্ধ ঘোষণা
তীব্র দাবদাহের কারণে মালয়েশিয়ার কেদা ও পারলিস প্রদেশের স্কুলগুলো দুইদিন বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষামন্ত্রী দাতুক সেরি মাদঝির খালিদ এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী মঙ্গল ও বুধবার দুই প্রদেশের সব স্কুল বন্ধ থাকবে। তাপমাত্রা ৩৯ ডিগ্রির বেশি থাকলে পরবর্তী দিনও এই নির্দেশনা কার্যকর থাকবে।
মালয়েশিয়ায় বেশ কিছুদিন ধরেই তীব্র দাবদাহ ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আগামী মে বা জুন মাসের আগে এই অবস্থার উন্নতি হবে না বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
টিটিএন/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ কম্বোডিয়ার কাছ থেকেই যুদ্ধবিরতির ঘোষণা চায় থাইল্যান্ড, সংঘাত অব্যাহত
- ২ পশ্চিমবঙ্গে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ, পুলিশের ডিজি-কমিশনারকে শোকজ
- ৩ মধ্যপ্রাচ্যে ভালো-মন্দের মাঝে অনিশ্চিত ভবিষ্যৎ
- ৪ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার সন্দেহভাজনরা ভারতীয়-অস্ট্রেলীয় নাগরিক
- ৫ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে উদযাপিত হলো মহান বিজয় দিবস