ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দ্রুত গন্তব্যে পৌঁছাতে ভারতে নতুন যান

প্রকাশিত: ১০:১৪ এএম, ২১ মার্চ ২০১৬

যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে নতুন যান চালু করেছে ভারত। পড নামের এই যানে আকাশে ভেসে দ্রুত পৌঁছানো যাবে গন্তব্যে। এমনকি পুরো একটি পড নিজের জন্য ভাড়া নেওয়াও যাবে।

সড়ক পথে যাতায়াত করলে ট্র্যাফিক জ্যামে যাত্রীদের অনেক সময় হাপিয়ে উঠতে হয়। রেলপথেও সিগন্যালিং এর সমস্যা তো রয়েছে। দ্রুত কোথাও পৌঁছানোর আর এক মাধ্যম বিমান। কিন্তু অল্প দূরত্বের জন্য ফ্লাইট মেলে না। বাড়ি থেকে অফিস পৌঁছানোর জন্য রোজ ফ্লাইট ধরার কথা কল্পনা করাও বেশ বাড়াবাড়ি। কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অল্প দূরত্বের গন্তব্যে দ্রুত এবং স্বল্প খরচে পৌঁছে দেবে পড।

জাতীয় সড়ক বরাবর বা অন্য কোনও রাস্তার সমান্তরাল ভাবেই পড চলবে। কিন্তু রাস্তা দিয়ে নয়, চলবে আকাশপথে। উঁচু পিলারের মাথার উপরে বসানো হবে রেল। সেই রেল বেয়ে চলবে পড। একের পর এক পড খুব অল্প সময়ের ব্যবধানেই রওনা দেবে নির্দিষ্ট রুটে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ছুটবে। একটি পডে সর্বোচ্চ পাঁচ জন যাত্রী উঠতে পারবেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগে বিভিন্ন স্টেশনে থামবে পড, যাতে যাত্রীরা সুবিধা মতো নামতে বা উঠতে পারেন। কেউ ইচ্ছা করলে একটি পড একাও ভাড়া করতে পারেন। সেই পড তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে সরাসরি। মাঝে কোথাও থামবে না।

এই ব্যবস্থার আর এক নাম পার্সোনাল র্যাপিড ট্রানসিট বা পিআরটি। দিল্লি এবং গুড়গাঁওয়ের মাঝে ১৩ কিলোমিটার পথে প্রাথমিকভাবে পিআরটি ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আগামী এপ্রিলে এই পড বা পিআরটি প্রকল্পে খরচ হচ্ছে ৮৫০ কোটি টাকা।

এসআইএস/আরআইপি