ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ৩০

প্রকাশিত: ০৩:৪৪ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

নাইজেরিয়ায় সন্দেহভাজন জঙ্গিদের জোড়া বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। তবে হত্যার কোনো পক্ষ এখনো স্বীকার করেনি।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার নাইজেরিয়ার জোস শহরের একটি মার্কেটের সামনে ও ভেতরে কিছু সময় ব্যবধানে দুটি বোমা বিস্ফোরিত হয়। এতে সেখানে থাকা ৩০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অনেকে। গত মে মাসে একই এলাকায় ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা।

জোস শহরের মুসলিম ও খ্রিষ্টান উভয় ধর্মের লোক বাস করে। সাম্প্রতিক বছরগুলো এই শররের গির্জা ও মসজিদে কয়েকটি বড় ধরনের হামলা চালায় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।

চলতি বছরে বোকো হারামের হামলায় নিহত হয়েছে ন্যূনতম পক্ষে ২ হাজার মানুষ। এর দায়ও স্বীকার করেছে জঙ্গিরা। তবে বৃহস্পতিবারের হামলার দায় নেয়নি কেউ।

নাইজেরিয়া পুলিশ জানিয়েছে, এই হামলার পর আত্মঘাতী হামলায় ব্যবহৃত বেল্ট পরা অবস্থায় ১৩ বছরের এক কিশোরীকে গ্রেফতার করেছে তারা। বুধবার দেশটির কানো শহরে দুই নারীর আত্মঘাতী হামলায় চারজন নিহত হয় ও সাতজন আহত হয়।