বোমাতঙ্কে পাকিস্তান বিমানবন্দরে জরুরি অবস্থা
বোমাতঙ্কের কারণে পাকিস্তানের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার দেশটির দু`টি বিমানে বোমা থাকার খবর ছড়িয়ে পড়ায় দ্রুত সেখানে জরুরি অবস্থা জারি করে বিমান কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে চীনের সংবাদমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি।
খবরে বলা হয়েছে, লন্ডন থেকে অজ্ঞাত এক ব্যক্তি বেনজির ভুট্টো বিমানবন্দর কর্তৃপক্ষকে টেলিফোনে জানিয়েছে সেখানে অবস্থানরত দু’টি প্লেনে বোমা রয়েছে। এরপরপরই পুরো বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়।
এদিকে, এ ঘটনায় ওই বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইতোমধ্যেই বিমানবন্দরে পর্যবেক্ষণ এবং তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
টিটিএন/এমএস