সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৬ সেপ্টেম্বর ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার করলো বিশ্ব
তীব্র গরমে পুড়ছে ঢাকাসহ গোটা বাংলাদেশ। একই অবস্থা এশিয়ার অন্য দেশগুলোতেও। দুদিন আগেই নিজেদের ইতিহাসে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল পার করার কথা জানিয়েছে হংকং। এবার জানা গেলো, শুধু চীনের এ শহরটি নয় কিংবা এশিয়াও নয়- এ বছর ইতিহাসের উষ্ণতম গ্রীষ্মকাল পার করেছে পুরো বিশ্ব।
গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করতে করতেই মারা যাবে ৪ লাখ বিদেশি
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিন কার্ড পাওয়া অভিবাসীদের কাছে অনেকটাই স্বপ্নের মতো। কিন্তু এ জীবনে হয়তো সেই স্বপ্ন পূরণ হবে না কয়েক লাখ বিদেশির। কারণ গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করতে করতেই আয়ুষ্কাল ফুরিয়ে যাবে তাদের। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক ক্যাটো ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
‘সিঙ্গেল’ পুরুষদের আশ্রয় দেবে না বেলজিয়াম
অবিবাহিত বা সঙ্গীবিহীন পুরুষদের আপাতত আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম। এ নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছে ইউরোপীয় দেশটি। বেলজিয়ান সরকারের যুক্তি, অভ্যর্থনা কেন্দ্রগুলোতে প্রথমে পরিবার, নারী ও শিশুরা প্রাধান্য পাবে, তারপর বাকিরা। তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মহল।
বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) এশিয়ার বাণিজ্যে এই বৃদ্ধি দেখা গেছে। এর আগের সেশনে তেলের দাম বাড়ে এক শতাংশের বেশি। মূলত সৌদি আরব ও রাশিয়া চলতি বছরের শেষ পর্যন্ত তেলের উৎপাদন স্বেচ্ছায় কমানোর ঘোষণা দেওয়ার পর সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।
৫০ বছরের নিচে ক্যানসার আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮০ শতাংশ
৫০ বছরের নিচে ক্যানসার আক্রান্তের সংখ্যা গত তিন দশকে বেড়েছে প্রায় ৮০ শতাংশ। সাম্প্রতিক সময়ের একটি গবেষণায় এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।
‘অসুস্থ সু চিকে চিকিৎসা দেওয়া হচ্ছে না’
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি বেশ অসুস্থ। কিন্তু অসুস্থ থাকার পরেও তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। এমন অভিযোগ করেছেন সু চির ছেলে কিম এরিস। সম্প্রতি সু চিকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি করে রেখেছে দেশটির জান্তা সরকার।
ব্রাজিলে ঘূর্ণিঝড়ের আঘাত, ২১ জনের প্রাণহানি
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে দেশটির বেশ কয়েকটি শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বাস্তুচ্যুত হয়েছে শতাধিক।
বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সেনাসহ নিহত ৫৩
বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে দেশটির নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৫৩ সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ইয়াতেঙ্গা প্রদেশের কৌমব্রি কমিউনে সংঘর্ষের সময় সেনাবাহিনী সহায়তাকারী ১৭ সৈন্য এবং ৩৬ জন স্বেচ্ছাসেবক নিহত হন।
রাশিয়াকে অস্ত্র দিলে মূল্য দিতে হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
চলতি মাসেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন রাশিয়া সফরে যেতে পারেন বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা দপ্তর। তারই জেরে উত্তর কোরিয়াকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
কিয়েভে পা রেখেছেন ব্লিঙ্কেন
ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে দুদিনের সফরে নতুন আরও সহায়তার ঘোষণা দেবেন তিনি।
প্রিন্স সালমান-পুতিনের ফোনালাপ
সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার (৬ সেপ্টেম্বর) ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহ কমিয়ে আনার বিষয়ে দুদেশের চুক্তি এবং তেলের বাজারের স্থিতিশীলতা নিয়ে কথা বলেছেন তারা।
ভিজিটিং কার্ড ছাপিয়ে মানুষ মারার ‘অর্ডার’ নিতেন বুলেট!
মোবাইল নম্বর, নিজের ছবি দিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে মানুষ মারার জন্য অর্ডার নেওয়া হতো। তাতে লেখা থাকতো, মানুষ ‘হাফ ও ফুল মার্ডার’ করা হয়। এমনই অভিনব কায়দায় মানুষ মারার প্রচার চলছিল পশ্চিমবঙ্গে। আর সেই ভিজিটিং কার্ড ঘুরছিল মানুষের হাতে হাতে।
কেএএ/জিকেএস