পারমাণবিক অ্যাটাক সাবমেরিন উদ্বোধন করলেন কিম জং উন
নতুন সাবমেরিন উদ্বোধনের খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়া। এই সাবমেরিন থেকে
কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছেন, এর ফলে দেশের নৌ বাহিনী আরও শক্তিশালী হলো। পরমাণু অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে তারা আরও এক ধাপ এগিয়ে গেলো।
উদ্বোধনী অনুষ্ঠানে কিম বলেন, দেশের স্থলবাহিনী ও নৌবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে সবাই যাতে পরমাণু অস্ত্র প্রযোজনে ব্য়বহার করতে পারে, সেই রাস্তা তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন>শেখ হাসিনা-বাইডেনসহ ১৫ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন মোদী
৮৪১ নম্বরের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে। সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক বলে কিম জানিয়েছেন। এই সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং প্রয়োজনে ছুঁড়তে পারে। দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও এখান থেকে ছোঁড়া সম্ভব।
আরও পড়ুন>মালিতে নৌকা ও সেনাঘাঁটিতে হামলায় নিহত ৬৪
আপাতত উত্তর কোরিয়া থেকে জাপানের মধ্যবর্তী এলাকায় এই সাবমেরিনটি নৌবাহিনীর পেট্রোলিংয়ে অংশ নেবে।
দেশটির হাতে আরও সাবমেরিন আছে। সেই সাবমেরিন থেকে কিছুদিন আগে একটি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছিল। তবে নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত বলে জানিয়েছে উত্তর কোরিয়ার প্রশাসন।
সূত্র: আল-জাজিরা, ডয়েচে ভেলে
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ জানুয়ারি ২০২৬
- ২ রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪, তাপ সরবরাহ বন্ধ হওয়ায় ঠান্ডার প্রকোপ
- ৩ আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
- ৪ ইউক্রেনে ‘পারমাণবিক অস্ত্রের মতো’ শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া
- ৫ বিক্ষোভের মুখে পিছু হটবে না ইরান, ট্রাম্পের হাত ‘রক্তে রাঙা’ বললেন খামেনি