মরক্কোয় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
এদিকে সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছে। তবে দেশটির কর্তৃপক্ষ হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার কিছু পরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে, যা মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে।
এরই মধ্যে মারাকেশের পুরোনো শহর থেকে ক্ষয়ক্ষতির খবর এসেছে। যেখানে রয়েছে লাল দেওয়াল ও আঁটসাঁট রাস্তা। এটি ইউনোস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রের কাছে পাহাড়ি এলাকার আস্নি গ্রামের বাসিন্দা মনতাসির ইত্রি জানান, সেখানকার বেশিরভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রতিবেশীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ও নিজেদের সরঞ্জাম দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা।
আরও পশ্চিমে তারউদান্তের কাছে শিক্ষক হামিদ আফকার বলেন, তিনি তার বাড়ি থেকে পালিয়ে এসেছেন ও ভূমিকম্পের পরে আফটারশক হয়েছে। ভূসিকম্পটি প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয় বলেও জানান তিনি।
ALERTE - Une maison se serait effondrée sur des personnes dans le sud du Maroc. (témoins) pic.twitter.com/QLPjaKFwXN
— AlertesInfos (@AlertesInfos) September 8, 2023
এসএনআর/এমএসএম/জেআইএম