সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ সেপ্টেম্বর ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বিদেশ সফরে গেলেন মমতা ব্যানার্জী
পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিনিয়োগ আনতে বিদেশ সফরে গেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুবাই হয়ে স্পেনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।
বিচারক হলেন ফুটপাতে খাবার বিক্রেতার ছেলে
অবিশ্বাস্য অর্জনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে মোহাম্মাদ কাসিম। সম্প্রতি তিনি ভারতের উত্তরপ্রদেশে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। তার বাবা ফুটপাতে খাবার বিক্রি করেন।
ভারতে নিপা ভাইরাসে ২ জনের মৃত্যু, ছড়িয়ে পড়ছে আতঙ্ক
ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। গতকাল কেরালায় জারি করা হয় স্বাস্থ্য সতর্কতা। এর আগে সেখানের একটি বেসরকারি হাসপাতালে দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়। এরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
লিবিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ ৯ হাজার
আফ্রিকার দেশ লিবিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা। দেশটিতে রেড ক্রিসেন্টের মুখপাত্র তৌফিক আল-শুকরি জানিয়েছেন, এখন পর্যন্ত নিশ্চিতভাবে দুই হাজার ৮৪ জনের প্রাণহানির খবর মিলেছে। তবে নিখোঁজ রয়েছে নয় হাজার। তাছাড়া এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছে ২০ হাজার।
মণিপুরে নতুন করে সহিংসতায় নিহত ৩
ভারতের মণিপুর রাজ্যে আবারও ছড়িয়ে পড়ছে জতিগত সহিংসতা। কাংপোকপি জেলায় শুরু হওয়া এই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহে সংঘাত দীর্ঘ হবে: পুতিন
সম্প্রতি ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো। এজন্য ইউক্রেনীয় বাহিনীকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনকে এই যুদ্ধবিমান দেওয়া হলেও যুদ্ধক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না বরং এতে সংঘাত আরও দীর্ঘ হবে।
৪৮ ঘণ্টা আটকে থাকার পর ভারত ছাড়লেন জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে নিজ দেশের উদ্দেশে ভারত ছেড়েছেন। নির্দিষ্ট সময়সূচির ৪৮ ঘণ্টা পর তাকে ভারত ছাড়তে হলো। কারণ জি২০ সম্মেলন শেষে তাকে নিয়ে যে বিশেষ প্লেনটির ভারত ছাড়ার কথা ছিল সেটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপরই আটকা পড়েন তিনি।
পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় চার কৃষকের মৃত্যু
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গে চার কৃষকের মৃত্যু হয়েছে। ইজিবাইকে করে তারা ফসল নিয়ে কিষাণমান্ডিতে বিক্রি করতে যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে একটি লরি ইজিবাইকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন কৃষকের। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও এক কৃষককে মৃত ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গের মালদা জেলার গাজোল থানার শ্যামনগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।
১৬৭ আরোহী নিয়ে রুশ বিমানের জরুরি অবতরণ
রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। বিমানটি কৃষ্ণ সাগরের সোচি রিসোর্ট থেকে যাত্রা করেছিল। পরে এটি সাইবেরিয়ার ওমস্ক শহরের একটি মাঠে জরুরি অবতরণ করে। সে সময় বিমানটিতে ১৬৭ জন আরোহী ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর মস্কো টাইমস।
এবার সমুদ্র অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে ভারত
গত মাসেই ইতিহাস সৃষ্টি করে চাঁদে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান- ৩। তার ১২ দিন পরেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উড়ে যায় দেশটির প্রথম সৌরযান আদিত্য-এল ১। চন্দ্র, সূর্যের পর এখন সমুদ্র অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে ভারত।
এমএসএম/এমএস