ইরাকে হামলায় সেনাসহ নিহত ২০
ইরাকের আনবার ও দিয়ালা প্রদেশে পৃথক দুটি হামলায় অন্তত ১৪ সেনা সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন। শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় আনবার প্রদেশের রামাদি শহরের একটি সেনাঘাঁটিতে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৪ সেনা নিহত হন। আহত হন ১০ জন। হামলাকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি চুরি করে সেটি সেনাঘাঁটিতে প্রবেশ করায় এবং তাতে বিস্ফোরণ ঘটায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
কিছু দিন যাবত আনবার প্রদেশে ইরাকি সেনা ও ইসলামিক স্টেট যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ অব্যাহত রয়েছে। অন্যদিকে, দিয়ালা প্রদেশের মোকদাদিয়া শহরের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের পর মর্টার হামলা চালানো হয়। এতে অন্তত ছয়জন নিহত ও ১১ জন আহত হন। - আলজাজিরা