ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

স্পেন থেকে ফিরে কলকাতায় স্বাস্থ্যপরীক্ষা মমতার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

১২ দিনের সফরে বিদেশ থেকে ফিরেই স্বাস্থ্যপরীক্ষা করালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মুখ্যমন্ত্রী কলকাতার এসএসকেএম হাসপাতালে যান।

উডবার্ন ব্লকের সামনে থামে তার গাড়ি। সাড়ে ১২ নম্বর কেবিনে যান তিনি। সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ও অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা।

আরও পড়ুন>বিদেশ সফরে গেলেন মমতা ব্যানার্জী

জানা গেছে, সেখানেই স্বাস্থ্যপরীক্ষা করান মুখ্যমন্ত্রী। তার পায়ের সমস্যা রয়েছে। তা নিয়েই এদিন হাসপাতালে যান।

স্পেন ও দুবাইয়ে গুরুত্বপূর্ণ সফর সেরে গত মঙ্গলবার সন্ধায় কলকাতায় ফিরেন মুখ্যমন্ত্রী। সফর নিয়ে দারুণ খুশি তিনি, তা বিমানবন্দরে নেমেই জানান। এরপর রোববার বিকেলে হঠাৎ এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন>স্পেনে শাড়ি-স্যান্ডেল পরে মমতা ব্যানার্জীর জগিং, ভিডিও ভাইরাল

সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব। উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নং কেবিনে তার স্বাস্থ্যপরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে ঠিক কী সমস্যা রয়েছে মুখ্যমন্ত্রীর, তা জানা যায়নি।

এমএসএম