যুক্তরাষ্ট্র-কানাডা সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বললেন জেলেনস্কি
কানাডার হাউস অব কমন্সে জেলেনস্কি /ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সপ্তাহে তার যুক্তরাষ্ট্র ও কানাডা সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে দাবি করেছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) রাতের ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন ওয়াশিংটন ও অটোয়া থেকে প্রতিরক্ষা সহায়তা পেয়েছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে একটি প্রতিরক্ষা প্যাকেজ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে কামান, প্রয়োজনীয় শেল, আব্রাহামস ট্যাঙ্ক, হাইমার্স যুদ্ধাস্ত্র, বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কৌশলগত যানসহ আরও অনেক কিছু।
আরও পড়ুন: ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রেসিডেন্টের ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে জেলেনস্কি বলেছেন, ওয়াশিংটন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে, যাতে ইউক্রেনের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে, কানাডার সরকার ইউক্রেনের জন্য অতিরিক্ত ৪৮২ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে। অটোয়ায় জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে শুক্রবার যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
আরও পড়ুন: কানাডা সফরে জেলেনস্কি, সামরিক সহায়তার আশা
তিনি বলেন, পশ্চিমপন্থি ইউক্রেনের পাশে সবসময় দৃঢ়ভাবে থাকবে কানাডা। তিন বছরেরও বেশি সময় ধরে কিয়েভকে অতিরিক্ত ৪৮২ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। এ সহায়তার মধ্যে ৫০টি সাঁজোয়া যান ও এফ-১৬ ফাইটার প্লেনের পাইলটদের প্রশিক্ষণও রয়েছে। যুদ্ধে ইউক্রেনকে ৬৬০ কোটি ডলার দিয়ে সহায়তার শীর্ষে রয়েছে কানাডা।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ওয়াশিংটনে যাওয়া জেলেনস্কি আকস্মিকভাবেই কানাডা সফর করেন। গত শুক্রবার তিনি কানাডায় পৌঁছালে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে উষ্ণ সংবর্ধনা জানান। একই দিনে অটোয়ায় হাউস অব কমন্সে ভাষণ দেন জেলেনস্কি।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধকে খেলার বস্তু বানিয়েছে কিছু দেশ: পোপ ফ্রান্সিস
সূত্র: ভয়েস অব আমেরিকা
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে: যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি
- ২ ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ‘উদ্ধারে এগিয়ে আসবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ৩ সম্পর্ক জোরদারে বৈঠকের সিদ্ধান্ত চীন ও দক্ষিণ কোরিয়ার
- ৪ মেয়ে নিয়ে জনসমক্ষে কিম, পারিবারিক সমাধিসৌধ সফরের ছবি প্রকাশ
- ৫ ভারী তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই বহু মানুষের রাত্রিযাপন