ব্রাসেলস বিস্ফোরণের ভয়াবহতার প্রতীক মুম্বাইয়ের নিধি
একটা ছবি হাজার শব্দের চেয়ে বেশি শক্তিশালী। বিশ্বে যতবার ভয়াবহ হামলা কিংবা বিস্ফোরণের ঘটনা ঘটেছে কোন একটা ছবিই সেই ভয়াবহতাকে তুলে ধরেছে। হাজার শব্দ কিংবা হাজার কথা কোনও কিছুই সমস্যার আসল রূপ দেখাতে পারেনি।
কিন্তু সমুদ্রের ধারে মুখ থুবড়ে পড়ে থাকা ছোট্ট আয়লানের একটা ছবি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এর আগে ২০০৫ সালেও এরকম একটি ছবি সারা বিশ্বে আলোড়ন তুলেছিল। পুরো শরীরে বিস্ফোরণের ক্ষত। ঝরে পড়ছে রক্ত। এভাবেই প্রাণ বাঁচাতে এজওয়ার রোড স্টেশন থেকে বেড়িয়ে আসছেন এক ব্যক্তি। এই ছবিই ছিল লন্ডন টিউব বিস্ফোরণের প্রতীক। ব্রাসেলস বিস্ফোরণেও পাওয়া গেল এরকম একটি ছবি। সারা শরীরে রক্তের দাগ নিয়ে আহত অবস্থায় বসে আছেন এক তরুণী। মঙ্গলবার ব্রাসেলস বিস্ফোরণের ভয়াবহতা উঠে এসেছে এই ছবির মাধ্যমে।
মুম্বাইয়ের বাসিন্দা নিধি জেট এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে চাকরি করতেন। বিস্ফোরণের দিন ব্রাসেলস থেকে যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে ডিউটি ছিল তার। কয়েক সেকেণ্ড যদি হাতে সময় পেতেন তাহলে হয়ত ওই বিমানে উঠেও যেতেন। কিন্তু ভাগ্যের ফেরে তার রওনা দেওয়ার আগেই ঘটে বিস্ফোরণ।
আহত নিধি ক্ষত বিক্ষত শরীরে এয়ারপোর্টের সিটে গিয়ে বসেন কোনও রকমে। হলুদ জ্যাকেটে তার রক্তাক্ত শরীরের ছবি মুহূর্তে হয়ে ওঠে ব্রাসেলস বিস্ফোরণের `ফেস অব হরর`। ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে ট্রেন্ডিং হয়ে যায় #Pray For Nidhi।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ জানুয়ারি ২০২৬
- ২ বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাজিয়েও নোবেল শান্তি পুরস্কার চান ট্রাম্প
- ৩ ইরানে বিক্ষোভকারীদের উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করলো বিপ্লবী গার্ডস
- ৪ ভারতে গোবর-গোমূত্রে ক্যানসার নিরাময়ের চিন্তা, গবেষণার আগেই গায়েব প্রকল্পের টাকা
- ৫ ইরানে ‘ভেনেজুয়েলা-ধাঁচের’ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী