আইনি লড়াইয়ে যাবে না আব্দেসালাম
প্যারিস হামলায় সন্দেহভাজন সালাহ আব্দেসালাম বেলজিয়ামে আইনি লড়াইয়ে যাবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। বৃহস্পতিবার আব্দেসালামের আইনজীবি ম্যারি জানান, আব্দেসালাম যত দ্রুত সম্ভব ফ্রান্সে যেতে চান। সেখানেই তিনি নিজের পক্ষে ব্যাখ্যা দিতে চান।
প্রথমদিকে আব্দেসালাম চেয়েছিলেন বেলজিয়ামেই তার বিচারপ্রক্রিয়া চলুক। সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। তাকে ফ্রান্সে হস্তান্তরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হলে তার বিরুদ্ধে লড়াইয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
গত নভেম্বরে প্যারিসে ধারাবাহিক সন্ত্রাসী হামলার ঘটনায় সালাহ আব্দেসালামকে অন্যতম সন্দেহভাজন বলে খুঁজছিল পুলিশ। ওই হামলায় কমপক্ষে ১৩০ জন নিহত হয়। হামলার পর থেকে পালিয়ে ছিলেন আব্দেসালাম। পরে গত শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে তাকে আটক করা হয়। আব্দেসালামকে আটকের কয়েকদিনের মাথায় গত মঙ্গলবার ব্রাসেলসের একটি বিমানবন্দর ও মেট্রো স্টেশনে বোমা হামলা চালানো হয়। এ হামলার সঙ্গে প্যারিসের হামলাকারী চক্র ও আব্দেসালামের আটকের সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে।
টিটিএন/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
- ২ ইরানে বিক্ষোভে গিয়ে ফাঁসির মুখে কে এই এরফান সোলতানি?
- ৩ এরফানকে শেষবার দেখতে ১০ মিনিট সময় পাচ্ছে পরিবার
- ৪ ভারতে ‘অবৈধ মাদরাসা’ অভিযোগে গুঁড়িয়ে দেওয়া হলো মুসলিম যুবকের স্কুল
- ৫ জাপান-দক্ষিণ কোরিয়ার সম্পর্কে নতুন অধ্যায় ‘ড্রামস্টিক ডিপ্লোমেসি’