ফ্রান্সে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২
ফ্রান্সে একটি মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের কেন্দ্রিয় আলিয়ার এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয় মিনিবাসটিতে ১২ জন আরোহী ছিলেন। তারা সবাই পর্তুগিজ। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মোওলিনস শহরের কাছে মিনিবাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে ওই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন মিনিবাস এবং ট্রাক চালক। দুর্ঘটনার পর রাস্তা বন্ধ করে রেখেছে পুলিশ। এছাড়া ওই দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।
টিটিএন/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২৬
- ৩ অন্য মালিকানা ‘অগ্রহণযোগ্য’, ট্রাম্পের হুমকিতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ডেনমার্ক
- ৪ ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
- ৫ ইরানে বিক্ষোভে গিয়ে ফাঁসির মুখে কে এই এরফান সোলতানি?