মুসলিম শরণার্থীর পায়ে চুমু খেলেন পোপ
পোপ ফ্রান্সিস আরো একবার প্রমাণ করলেন মানবতাই সর্বোচ্চ ধর্ম। আর আমরা সবাই একই ঈশ্বরের সন্তান। মঙ্গলবার একটি শরণার্থী কেন্দ্র পরিদর্শন করেন পোপ। সেখানে তিনি মুসলিম, সনাতন, হিন্দু, এবং ক্যাথোলিক শরণার্থীদের পা ধুয়ে দেন এবং তাদের পায়ে চুমু খান।
ব্রাসেলস হামলার পর যখন শরণার্থী ও মুসলিম বিদ্বেষ তীব্র আকার ধারণ করেছে, ঠিক সেসময়ই পোপ শরণার্থীদের প্রতি নিজের ভালোবাসা দেখিয়ে সবাইকে ভ্রাতৃত্বের প্রতি আহ্বান জানালেন।
রোমের ক্যাসেলনুভো ডি পোর্টে পোপ ফ্রান্সিস ইস্টারের ঐতিহ্যবাহী পা ধোওয়া উৎসব উদযাপন করেন। ওই উৎসব বেশ জাঁকজমকভাবেই উদযাপন করা হয়। যীশু খ্রিস্ট ক্রুশ বিদ্ধ হওয়ার আগে এই পবিত্র বৃহস্পতিবারে পা ধোওয়া আচার সম্পন্ন করেছিলেন। আসলে এটা শুধু পা ধোয়া নয়। এর মাধ্যমে নিজেদের মধ্যে হিংসা-বিদ্বেষ ভুলে একাত্ম হওয়ার পথ তৈরি হয়।
এ সম্পর্কে পোপ বলেন, আমরা ভিন্ন জাতি, ভিন্ন দেশ বা সংস্কৃতির মানুষ। কিন্তু আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই শান্তি চাই।
টিটিএন/পিআর