ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

গোপন তথ্য প্রকাশের অভিযোগে কাঠগড়ায় তুরস্কের দুই সাংবাদিক

প্রকাশিত: ১০:১০ এএম, ২৫ মার্চ ২০১৬

রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন তুরস্কের দুই সাংবাদিক। গত নভেম্বরে গ্রেফতার হওয়া দেশটির প্রভাবশালী দৈনিক কামহুরিয়াতের ক্যান ডুন্দার ও আর্ডেম গালের বিরুদ্ধে গোপন তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।

ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়েছে, তুরস্ক সরকার সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছে জাহাজে করে অস্ত্র পাঠানোর চেষ্টা করছে বলে তারা সংবাদ প্রকাশ করেছে। এদিকে, এই দুই সাংবাদিক তাদের বিরুদ্ধে অানা অভিযোগ করেছেন। তবে অভিযোগ প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

ওই দুই সাংবাদিকের সমর্থকরা বলছেন, তুরস্কে গণমাধ্যমের স্বাধীনতার জন্য এই মামলা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এদিকে, সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্ক সরকারের সমালোচনা বৃদ্ধি পেয়েছে।

চলতি মাসের শুরুর দিকে তুরস্ক পুলিম দেশটির সবচেয়ে বড় সংবাদপত্র জামানের অফিসে অভযান চালিয়ে সরকারি নিয়ন্ত্রণে নেয়। এর কয়েক ঘণ্টা আগে আদালতের এক আদেশের পর ওই অভিযান চালায় পুলিশ।

এসআইএস/এমএস