সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৪ অক্টোবর ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
এবছর রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন), মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স) ও লুই ব্রুস (যুক্তরাষ্ট্র)। বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় স্টকহোমে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যে আবিষ্কারে এসেছে এলইডি লাইট-মনিটর, সেটাই দিলো নোবেল
২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন আলেক্সি একিমভ, মুঙ্গি বাওয়েন্ডি ও লুই ব্রুস। কোয়ান্টাম ডটের আবিষ্কার এবং এর উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিশ্বের সর্বোচ্চ এই সম্মাননা পেলেন তারা। ন্যানো প্রযুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কোয়ান্টাম ডট। বর্তমান যুগে এলইডি লাইট, টিভি স্ক্রিন তৈরির পাশাপাশি মানবদেহ থেকে ক্যানসারের টিস্যু অপসারণে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এটি।
শিক্ষার্থীদের ৯০০ কোটি ডলারের ঋণ মওকুফ করছে যুক্তরাষ্ট্র
তিন বছরেরও বেশি সময় বিরতি দিয়ে চলতি মাসে আবারও শিক্ষার্থী ঋণ পরিশোধ শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে তার আগেই ১ লাখ ২৫ হাজার ঋণগ্রহীতাকে সুখবর শোনালো বাইডেন প্রশাসন। এসব শিক্ষার্থীর নেওয়া ৯০০ কোটি মার্কিন ডলারের ঋণ মওকুফ করে দিচ্ছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিকিমে আকস্মিক বন্যায় ২৩ সেনা নিখোঁজ
সিকিমে আকস্মিক বন্যায় ২৩ সেনা নিখোঁজ হয়েছে। বুধবার (৪ অক্টোবর) ভোরে ভারী বৃষ্টির কারণে লোনক হ্রদের পানি নেমে আসে তিস্তায়। ফলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যেই ২৩ সেনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ইতালিতে বাস ফ্লাইওভার থেকে পড়ে নিহত ২১
ইতালির ভেনিস শহরে ফ্লাইওভার থেকে একটি যাত্রীবাহী বাস নিচে পড়ে দুই শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসি জানিয়েছে, বাসটি ফ্লাইওভার ভেদ করে মেস্ত্রে জেলার রেলপথের কাছে পড়ে যায়, যা একটি সেতুর মাধ্যমে ভেনিসের সঙ্গে সংযুক্ত। ফ্লাইওভার থেকে নিচে পড়ার পরই বাসটিতে আগুন ধরে যায়।
বিজ্ঞাপন
বিশ্ববাজারে কমেছে তেলের দাম
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ওপেক প্লাসের বৈঠকে সামনে রেখে এমন চিত্র দেখা গেছে। আশঙ্কা করা হচ্ছে সুদের উচ্চ হারের কারণে তেলের চাহিদা কমতে পারে।
বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী
আন্তর্জাতিক বাজারে গমের দাম ব্যাপকভাবে কমেছে। শিকাগো গম ফিউচারের দাম কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। এর অন্যতম কারণ হলো রাশিয়ার সস্তা গমের ব্যাপক সরবরাহ ও যুক্তরাষ্ট্রে ভালো উৎপাদনের পূর্বাভাস।
অবৈধ আফগানদের এক মাসের মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ
পাকিস্তানে বসবাসরত কয়েক লাখ অবৈধ আফগান নাগরিককে আগামী ১ নভেম্বরের মধ্যে স্বেচ্ছায় দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা স্বেচ্ছায় চলে না গেলে জোর করে নির্বাসিত হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, ইসলামাবাদে কাবুল দূতাবাসে কঠোর অবস্থানকে আফগানিস্তান হয়রানি বলে উল্লেখ করেছে।
বিজ্ঞাপন
ভোট পাননি নিজ দলের এমপিদের, পদচ্যুত মার্কিন স্পিকার
২৩৪ বছরের ইতিহাসে এই প্রথমবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার তার দলেরই আনা প্রস্তাবে হেরে গেলেন। ম্যাকার্থি ২১৬-২১০ ভোটে হেরেছেন। ডেমোক্র্যাটদের সঙ্গে সহযোগিতা করার জন্য ম্যাকার্থির বিরুদ্ধে দক্ষিণপন্থি রিপাবলিকানরা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন। এরকম আটজন এমপি ম্যাকার্থির বিপক্ষে ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। ফলে সামান্য ব্যবধানে তাকে হারতে হয়েছে।
নোবেল কমিটির ফোন পেয়ে অ্যানি বলেন, আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি
চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যানি ল'হুইলিয়ার। পদার্থের ইলেক্ট্রন গতিবিদ্যায় বিশেষ অবদানের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় স্টকহোমে পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
কেএএ/জিকেএস
বিজ্ঞাপন