ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করবে ইরান

প্রকাশিত: ০৩:৩৮ এএম, ২৭ মার্চ ২০১৬

ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করবে ইরান। এ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র উৎপাদন আরো জোরদার করে ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের জবাব দেয়া হবে।

তিনি বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র উন্নয়নের নিয়ে কোনো বাধানিষেধ আরোপ করা হয় নি। পরমাণু অস্ত্রের সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনো সম্পর্ক নেই বলেই এর ওপর কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয়নি।

প্রেসিডেন্ট হাসান রুহানির নির্দেশ অনুযায়ী ইরান ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানো অব্যাহত রাখবে বলেও জানান জারিফ।

গত ৩১ ডিসেম্বর ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হোসেইন দেহকানের প্রতি একাটি ডিক্রি জারি করেন প্রেসিডেন্ট রুহানি। এতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচি দ্রুততর করার নির্দেশ দেয়া হয়।

টিটিএন/এমএস