ওয়াশিংটন-আলাস্কায় বিজয়ী স্যান্ডার্স, হারলেন হিলারি
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াশিংটন ও আলাস্কা অঙ্গরাজ্যে প্রাথমিক নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। শনিবারের ওই নির্বাচনে ডেমোক্রেট দল থেকে বিজয়ী হয়েছেন বার্নি স্যান্ডার্স। ওই দু`টি অঙ্গরাজ্যে ব্যাপক ভোটে হেরে গেছেন ডেমোক্রেট দলের অপর মনোনয়নপ্রত্যাশী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
ওয়াশিংটনের প্রাইমারি ভোটে স্যান্ডার্স পেয়েছেন ৭৬ ভাগ ভোট। এই রাজ্যে হিলারি পেয়েছেন মাত্র ২৪ ভাগ ভোট। অপরদিকে আলাস্কায় ৭৯ ভাগ ভোট পেয়ে হিলারিকে পরাজিত করেছেন স্যান্ডার্স। আর হিলারি পেয়েছেন মাত্র ২১ ভাগ ভোট। অর্থাৎ দু`টি অঙ্গরাজ্যেই বড় ব্যবধানে হেরেছেন হিলারি। তবে দুই অঙ্গরাজ্যে স্যান্ডার্স জয়ী হলেও প্রতিনিধিদের সমর্থনে এগিয়ে আছেন হিলারি।
টিটিএন/এমএস