কলকাতায় দুর্গাপূজার মধ্যেই নিম্নচাপের শঙ্কা
ছবি সংগৃহীত
কলকাতাসহ পশ্চিমবঙ্গের সব জেলায় ঢাকের বাদ্য বেজে উঠেছে। শারদীয়া দুর্গোৎসব এসে গিছে তাই যেন জানান দিচ্ছে। শরতকালের সকালে কাশফুল ও শিউলি ফুলের গন্ধ চারিদিকে পূজার আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যেই শারদীয়া দুর্গাপূজা উপভোগ করতে কলকাতাসহ পার্শ্ববর্তী শহরাঞ্চলের রাস্তা ঘাটে বহু মানুষ ঠাকুর দেখতে বেড়িয়ে পড়েছেন। অনেকে আবার ভাবছেন সপ্তমীতে পরিবারের সদস্যদের সঙ্গে সারারাত কলকাতায় ঘুরে ঠাকুর দেখবেন।
আজ মহাপঞ্চমী। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজার এই কয়েকদিনে আবহাওয়া কেমন থাকবে তা জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজায় সাম্বা জ্বরে কাবু কলকাতা
কলকাতার আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূজার মধ্যেই নিম্নচাপের আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে অষ্টমীর দিন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গসহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।

গত বুধবার (১৮ অক্টোবর) দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হওয়ার পর তা ক্রমশই উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে কলকাতার আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে। নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির সঙ্গে বেশ কিছু জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কলকাতার আবহাওয়া দফতর।
আরও পড়ুন: দুর্গাপূজা/মমতার জন্য ইলিশ-শাড়ি-মিষ্টি পাঠালো বাংলাদেশ উপ-হাইকমিশন
তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয় কি না সেদিকে নজর রাখছে কলকাতার আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.৪ ডিগ্ৰি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। তবে ২৪ ঘণ্টার মধ্যে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্ৰি সেলসিয়াস মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ হতে পারে ৫৯ থেকে ৯৩ শতাংশ।
ডিডি/টিটিএন