ইতালিতে ঘড়ির কাটা ১ ঘণ্টা পেছালো
প্রতি বছরের মতো এবারো ইতালিতে ঘড়ির কাটা এক ঘণ্টা পেছানো হলো সরকারিভাবে। প্রতি বছর গ্রীষ্মকালীন সূর্য অস্ত এবং উদয়ের উপর এক ঘণ্টা পরিবর্তন হয়। শীতের সময় এক ঘণ্টা এগিয়ে দেয়া হয়। আর গ্রীষ্মকাল এলে এক ঘণ্টা পেছানো হয়।
২৭ মার্চ (ডিএসটি) শনিবার ১২টার পর ঘড়ির কাটা ১ ঘণ্টা ম্যানুয়ালে পেছানো হয়। গত বছরের ২৯ মার্চের পর এই সময় পরিবর্তন করা হলো।
বিশ্বের ১৪০টির বেশি দেশে এরকম সময় ব্যবহার হওয়ার পর আবার অধিকের বেশি বিলুপ্তি হয়েছে। বাংলাদেশে ২০০৯ সালে ২৯ জুন এক ঘণ্টা সময় এগিয়ে আনা হয়েছিল এবং একই বছরের ৩১ ডিসেম্বর এক ঘণ্টা পেছানো হয়।
ইতালিতে ১৯১৬ সাল থেকে সময় পরিবর্তন হয়ে আসছে। আবার কয়েকবার বিলুপ্তিও হয়েছে। ১৯২০ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে চলার পর ১৯৪৮ সালে একটি আইন হলে ১৯৬৫ পরের বছর এর কার্যকরিতা শুরু হয়।
তার পর ১৯৯৬ সালে এটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত করা হয়েছে। সেই থেকে ইতালিতে ঘড়ির কাটা শীত ও গ্রীষ্মে এক ঘণ্টা পরিবর্তন অব্যাহত রয়েছে।
বিএ